মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

টঙ্গীবাড়ীতে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭:১৪, ১৭ জুন ২০২৩

আপডেট: ১৮:০৮, ১৭ জুন ২০২৩

টঙ্গীবাড়ীতে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

টঙ্গীবাড়ীতে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (১৭ জুন) বিকেল ৩ টায় বিক্রমপুর  টঙ্গীবাড়ী প্রেসক্লাবের আয়োজনে টঙ্গীবাড়ী বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে নিউজ করাই কাল হলো সাংবাদিক নাদিমের। তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনা যেমন গোটা সাংবাদিক সমাজকে ভীতসন্ত্রস্ত করে তুলেছে, তেমনি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে। অবিলম্বে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুসহ হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বক্তারা নাদিমের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন।  

এ সময়  উপস্থিত ছিললেন বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ব.ম শামীম,সহ সভাপতি সিহাদ দেওয়ান, সাধারণ সম্পাদক মো: রনি শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক আপন সরদার, দপ্তর সম্পাদক জেসমিন সুইটি সহ অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুন: রাজিবপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798