
নেত্রকোনায় আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
নেত্রকোনায় শোভাযাত্রা সহ বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নেত্রকোনা-২ আসনের সাংসদ সদস্য আশরাফ আলী খান খসরু, জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, সময় টিভির সাংবাদিক আলপনা বেগম, বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক শিমুল মিল্কী, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের সাংবাদিক কামাল হোসেন, দৈনিক প্রথম আলোর সাংবাদিক পল্লব চক্রবর্তী, নিউজ 24 এর সাংবাদিক সোহান আহমেদ কাকন, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল আরিফ জুয়েল, আটপাড়া প্রতিনিধি ফয়সাল চৌধুরী সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। উপস্থিত সুধীজনেরা আজকের পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রশংসা করে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
আরও পড়ুন: দূর্বৃত্তদের আগুনে পুড়ে গেল গোশালা ঘরটি কাটেনি পরিবারের আতংক