ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে মোহনগঞ্জ মাইলোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় । সোমবার দুপুরে এ উপলক্ষে মোহনগঞ্জ মাইলোড়া স্কুলের মাঠে এক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
জানাযায়, ২৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ ঘোষণা দেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। অনুষ্ঠানের প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন । বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজল কুমার সাহা রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইমদাদুল হক,উপজেলা শিক্ষা অফিসার বিশ্বজিৎ সাহা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদা ওসমানী,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি রইস মনরম,প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ প্রমূখ।
আরও পড়ুন: সাপাহারে গৃহবধুর অর্থ সম্পদ লুটিয়ে নিয়ে বিতাড়িত করায় আদালতে মামলা