মোহনগঞ্জে থেকে হারানোর ২২ দিন পর গাজিপুরের টঙ্গী থেকে মো. বিজয় (১৩) নামে এক মাদ্রাসার ছাত্রকে উদ্ধার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। সে মোহনগঞ্জে ঝিমটি গ্রামের মো. ফজর আলীর ছেলে। রোববার সকালে তাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেন মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম খান। পরিবার সূত্রে জানাযায়,গত আট অক্টোবর বিজয় বাড়ি থেকে হারিয়ে যায়।
পরে মোহনগঞ্জ থানায় জিডি করা হয়। ওসি রফিকুল ইসলাম জানান, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান নিশ্চিৎ হয়ে শনিবার রাতে গাজিপুরের টঙ্গী এলাকার আজাদ হোটেল এÐ রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় । অভিযান পরিচালনা করেন এসআই কানাইলাল চক্রবর্তী ও এএসআই শাহ আলম ও সঙ্গীয় ফোর্স। রোববার সকালে বিজয়ের বড় বোন রেখা আক্তারের কাছে তাকে বুঝিয়ে দেন।
আরও পড়ুন: স্কুলে না গিয়েও দুর্গাপুরে ৪ মাস ধরে বেতন তুলছেন প্রধান শিক্ষক আলমগীর হাসান