আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাসাইলে আনন্দ মিছিল
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান সিকদারের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মো: রফিকুল ইসলাম সুজন।
আনন্দ মিছিল শেষে গণসংযোগ করেন আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম সুজন।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইসহাক শেখ, হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা নাজমুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ইমরান খালাসী, রাসেল মেলকার, আলামিন, সোহান, মিরাজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম সুজন বলেন,১৯৪৯ সালের ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতাম না, আমাদের চিরকাল পশ্চিম পাকিস্তানের নির্যাতনে নিস্পেশিত থাকতে হত, তাই এই দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করে হাজার বছরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংগালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্বরন করি।
আরও পড়ুন: সিরাজদিখানে হারানো মোবাইল ফোন উদ্ধার