
মতাজ হোসেন চৌধুরী
নেত্রকোনা-৪ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। বুধবার (১৯ জুলাই ) দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমণ্ডি ৩/এ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শিল্প ও বানিজ্য বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী।
বুধবার (১৯ জুলাই) বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমার কার্যক্রম চলে। মমতাজ হোসেন চৌধুরী দলীয় মনোনয়ন ফরম নেওয়ার সময় সঙ্গে ছিলেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, গত ১১ জুলাই নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) বেগম রেবেকা মমিনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ৮ অক্টোবর ৯০ দিন পূরণ হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন আগ্রহীরা।
মনোনয়নপত্র বাছাই হবে ২৫ জুলাই; আর মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। এরপর ২ সেপ্টেম্বর ব্যালট পেপারের মাধ্যমে এই শূন্য হওয়া আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মমতাজ হোসেন চৌধুরী জানান, দলের দুঃসময়ে আমি দলের পাশে ছিলাম এখনো আছি,তাই দলের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে নিরাশ করবেন না। তাই আমি দলের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলের মনোনয়ন সংগ্রহ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি শতভাগ আশাবাদী নেত্রী মুক্তিযোদ্ধা ও দলের দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন।
আরও পড়ুন: শেরপুরে জিআই পণ্য তুলশিমালার সনদ প্রাপ্তির অবহিতকরণ সভা অনুষ্ঠিত