রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

১২তম খিউকুশিন কারাতে জাতীয় প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

প্রকাশিত: ২২:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২৩

১২তম খিউকুশিন কারাতে জাতীয় প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

১২তম খিউকুশিন কারাতে জাতীয় প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

গ্র্যান্ড মাস্টার মাসুতাতসু (মাস) ওয়ামা’র জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ১২তম খিউকুশিন কারাতে জাতীয় প্রতিযোগিতা-২০২৩। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খিউকুশিন কারাতে একাডেমীর উদ্যোগে এবং বাংলাদেশ খিউকুশিন কারাতে এসোসিয়েশন এর তত্ত্বাবধানে ২০০৩ সাল থেকে বাংলাদেশে নিয়মিত এই প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়ে আসছে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: জে আর ওয়াদুদ টিপু।

প্রধান অতিথির বক্তব্যে আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, ‘লেগে থাকলে যেকোন কাজে সফলতা আসতে বাধ্য।’ তিনি এ সময় বর্তমানে স্ক্রিনের যুগে এ ধরনের এক্সট্রিম স্পোর্টস এর আয়োজনের ভূয়সি প্রশংসা করেন। সমগ্র দেশের ১৫ টি জেলা এবং ২ টি উপজেলা হতে এই বছর ৭ থেকে ৪০ বছর বয়সের শিশু, বালক, বালিকা, মহিলা (ওপেন) ও পুরুষ (ওপেন) ৫ টি বিভাগে মোট ৪৯ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতায় শিশু বিভাগে ১ম হয়েছে- রিয়াদুজ্জামান আনহার, ২য় হয়েছে মূসা আবদুল্লাহ, ৩য় হয়েছে আয়ান রেজা আওলাদ। বালক বিভাগে ১ম হয়েছে জয়িন মারুফ খান, ২য় হয়েছে ঈসা আবদুল্লাহ, ৩য় হয়েছে ওয়াহিদুজ্জামান সাদমান। বালিকা বিভাগে ১ম হয়েছে ইনায় ইমাম হাজ্জাজ, ২য় হয়েছে মেহের আফরিন ইন্নি, ৩য় হয়েছে আয়মান দারা নয়নতারা।

মহিলা (ওপেন) এ ১ম হয়েছে শ্রাবস্তী দাশ, ২য় হয়েছে বনলতা রহমান, ৩য় হয়েছে আসফি মেহজাবিন। পুরুষ (ওপেন) এ ১ম হয়েছে ম্যাথিউ রিকি, ২য় হয়েছে জাহিদুজ্জামান শিহাব, ৩য় হয়েছে শাহরিয়ার রাহমান।

আরও পড়ুন: মোহনগঞ্জে ডায়াগনোস্টিক সেন্টারে মোবাইল কোর্ট ৫৬হাজার টাকা জরিমানা


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808