
মোহনগঞ্জে ডায়াগনোস্টিক সেন্টারে মোবাইল কোর্ট ৫৬হাজার টাকা জরিমানা
মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি:মোহনগঞ্জে ১৭ টি ডায়াগনোস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযানে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দৌলতপুর রোডে হাসপাতালের সামনে অনুমোদনহীন ও লাইসেন্স নবায়ন না থাকা,উপযুক্ত পরিবেশ না থাকা,সেবার মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অনিয়মের কারনে ১৭ টি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারকে এ টাকা জরিমানা করা হয়।
বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী ( নিয়ন্ত্রণ) অদ্যাদেশ ১৯৮২ অনুসারে ৩ টি মামলায় ১১ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৪ টি মামলায় ৪৫ হাজার টাকা অর্থ দন্ড করা হয়।
অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার ভূমি মো. জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন,ইউ এইচএফপিও ডা.রেহানা পারভীন, ডা.সঞ্জীব দত্ত, মোহনগঞ্জ থানার পুলিশের একটি টিম।