সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
দুই ম্যাচের সিরিজ প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার (১ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা র্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে সাবিনা-সানজিদারা।
ম্যাচের ৩ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। গোল করে দলকে এগিয়ে নেন আফিদা খন্দকার। লিড নিয়ে আক্রমণের ধার বাড়ায় বাংলার মেয়েরা। ম্যাচের ১৬ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। এবার গোল করে ব্যবধান বাড়ান তহুরা। শেষ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরেও আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে সানজিদারা। ম্যাচের ৬০ মিনিটে ফের গোলের দেখা পায় বাংলাদেশ। আবারও গোল করে দলের ব্যবধান আরও বাড়ান তহুরা খাতুন।
এরপর গোলের লক্ষ্যে একাধিক আক্রমণ করে বাংলাদেশ। তবে আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা। আগামী ৪ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে এই দুই দল।
আরও পড়ুন: ‘আমরা করব জয়’ পরিষ্কার করলো শহীদ মিত্রবাহিনীর স্মৃতিস্তম্ভ