কেন্দুয়ায় দিনব্যাপী পাটচাষী প্রশিক্ষণ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পাটচাষী প্রশিক্ষণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড. সালমা লাইজু, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান নোমানী, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ।
প্রশিক্ষণে পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের ১৫০ জন কৃষাণ-কৃষাণী অংশ গ্রহণ করেন।
মো. জিয়াউর রহমান