মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

দুর্জয় বাংলা || Durjoy Bangla

আর কত কাল জলাবদ্ধ ১ হাজার ৫০০ বিঘা জমি?

প্রকাশিত: ১৫:৪১, ২৭ সেপ্টেম্বর ২০২৪

আর কত কাল জলাবদ্ধ ১ হাজার ৫০০ বিঘা জমি?

আর কত কাল জলাবদ্ধ ১ হাজার ৫০০ বিঘা জমি?

দিনাজপুরের ফুলবাড়ীতে অপরিকল্পিত পুকুর খননের ফলে উপজেলার খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের ১০ গ্রামের  ১ হাজার ৫০০ বিঘা আবাদি জমি সারাবছরই জলাবদ্ধ। হতো না কেনো ফসল চাষ। এতে সারাবছরই কোনো ফসল ফলাতে না পেরে হতাশায় দিন কাটাতেন ওই জমির প্রায় দুই শতাধিক কৃষক। 

পরে সমস্য নিরাসনে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলেন কৃষকরা। কঠোর আন্দোলনে দেখা দিয়েছিল আলোর কিরণ। তৎকালিন জেলা প্রশাসকের নেতৃত্বে ২০২০ সালে জাইকা প্রকল্পের অর্থায়নে ৫৫ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয় ২০৬ মিটার লম্বা ক্যানেল। এতে প্রথমে আলোর কিরণ দেখা দিলেও তা আবারো কালো আধারে নিমজ্জিত হয়ে যায়। জমির চেয়ে ক্যানেল উঁচু করে তৈরি করায় সে ক্যানেলে নামছে না জলাবদ্ধতার পানি। ফলে ফের গলার কাঁটা হয়ে ওঠেছে ১ হাজার ৫০০ বিঘা আবাদি জমি।

কৃষকদের দাবি, অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত ক্যানেলটি জলাবদ্ধ জমির চেয়ে উঁচু করে নির্মাণ করায় কিছু পানি নামলেও সিংহভাগ পানি নামতে পারছে না। ফলে পূর্বের মতোই সারাবছর পানিতে তলিয়ে থাকছে এতো এতো জমি। দ্রুত এর প্রতিকার চেয়ে সংশ্লিষ্টদের দৃষ্টিকামনা করেছেন তারা।  

জানা যায়, উল্লেখিত ওই জমিতে প্রতি মৌসুমে বিঘা প্রতি ধান উৎপাদন হতো ২০ থেকে ২৫ মণ। সে মোতাবেক ১ হাজার ৫০০ বিঘা জমিতে আমন ও ইরি দুই মৌসুমে বছরে প্রায় ২৭৯৯ দশমিক ৩ মেট্রিকটন ধান উৎপাদন হতো। অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে জমিগুলো জলাবদ্ধ থাকায় দীর্ঘ কয়েকবছর থেকে লোকসানে পড়েছেন কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের লক্ষ্মীপুর, গড়পিংলাই, মহদীপুর, মহেশপুর, আড়াপাড়া, ঘোনাপাড়া, বারাইপাড়া, গণিপুর ও পলিপাড়াসহ দুই ইউনিয়নের ১০ গ্রামের প্রায় ১ হাজার ৫০০ বিঘা আবাদি জমিতে দীর্ঘদিন থেকে জলাবদ্ধ। সমস্যা সমাধানে ২০৬ মিটার লম্বা ক্যানেল তৈরি করা হলেও বর্তমানে ওইসব জমি কোমড় বা হাঁটুসম পানিতে তলিয়ে। পুরো জমি শ্যাওলার চাঁদরে ঢেকে আছে। ফলে কোনো ফসল ফলাতে পারেন না কৃষকরা।

সত্তোরোর্ধ্ব কৃষক মতিবুল রহমান বলেন, পূর্বে এসব জমিতে চাষাবাদ হলেও, দীর্ঘ ২০ বছর থেকে জমিগুলো পানিতে তলিয়ে থাকে। বর্ষায় জমে থাকা পানি সারাবছর জলাবদ্ধ হয়ে থাকে। কিছু অংশে পানি কম জলাবদ্ধ থাকলে কৃষকরা সে জমিগুলোতে চাষাবাদ শুরু করেন। কিন্তু তাও নষ্ট হয়ে যায়। ফলে কেউ ঝুঁকি নিয়ে আর চাষাবাদ করেন না। অনেক লড়াই-সংগ্রাম করার পরে তৎকালিন জেলা প্রশাসক মাহামুদুল আলমের নেতৃত্বে সমস্যা সমাধানে প্রথম ধাপে ১৬৩ মিটার এবং পরে আরো ৪৩ মিটার লম্ব ক্যানেল তৈরি করা হলেও তা পরিকল্পনা মাফিক নির্মাণ না করায় বিফলে গেছে। জমির চেয়ে ক্যানেলে উচ্চতা উঁচু হওয়ায় পানি নামে না সে ক্যানেলে ফলে জলাবদ্ধই থাকছে জমিগুলো।

এতে পানিতে তলিয়ে আছে আইয়ুব আলীর চার বিঘা, মোস্তাফিজার রহমানের ৩২ বিঘা, মো. বাবুর ১৮ বিঘা, জয়নাল আবেদিনের ৬ বিঘাসহ আরো অসংখ্য কৃষকের জমি। তাদের সাথে কথা বললে তারা জানান, স্থানীয় প্রভাবশালীরা অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে বন্ধ হয়ে যায় আমাদের জমির পানি নিষ্কাসনের পথ। ফলে জলাবদ্ধ হয়ে আছে প্রায় ১ হাজার ৫০০ বিঘা আবাদী জমি। সমস্যা নিরাসনে অনেক আন্দোলন সংগ্রাম করেছি আমরা। পরে ক্যানেল নির্মাণ করা হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি উল্টো সরকারের অর্ধকোটি টাকা গচ্ছা গেছে। ক্যানেল তৈরি করা হলেও তা পরিকল্পনা মাফিক তৈরি করেনি। যার কারণে সে ক্যানেলে নামে না জলাবদ্ধ পানি। দ্রুত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টিকামনা করেন তারা।

উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) সফিকুল ইসলাম বলেন, দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে। যাতে কোনো উপায়ে জলাবদ্ধতা থেকে ক্যানেলে পানি নিষ্কাসন করা যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, এতো জমি জলাবদ্ধ হয়ে থাকলেও আমাদের করার কিছু নেই। কারণ এটি পানি উন্নয়ন বোর্ডের সাথে সংশ্লিষ্ট। তবে পানি নিষ্কাশন হলে আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ ও সার দিয়ে সহযোগিতা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, এতো টাকা ব্যয়ে যেহেতু ক্যানেল নির্মাণ করা হয়েছে, সেহেতু ক্যানেল ভেঙে পুনরায় নির্মাণ করা সম্ভব না। তবে পানি নিষ্কাসনের বিকল্প পথ বের করা হবে। এ বিষয়ে এলজিইডি প্রকৌশলীর সাথে বসে উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

দিনাজপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা মুঠোফোনে বলেন, বিষয়টি জেনেছি। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের মাধ্যমে সমস্যা সমাধান করা হবে।

আরও পড়ুন: কেন্দুয়ায় ঢিল ছোড়ার আঘাতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

কংকনা রায়

শীর্ষ সংবাদ:

র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোহনগঞ্জে শসা তুলতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা, আহত ১২
সিলেটে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব
সিলেটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা জোরদার
কেন্দুয়ায় চার সন্তানের জননীর আত্মহত্যা
সিলেটে র‌্যাবের হাতে আওয়ামী লীগ নেতা আটক
সানন্দবাড়ীতে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত
ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত প্রকৃতি কন্যা জাফলং ও নীল নদ লালাখাল
কেন্দুয়ায় তিন দিনব্যাপী ‘জালাল মেলা’ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী চড়কসহ গ্রামীণ মেলা অনুষ্ঠিত
কেন্দুয়ায় আউশ ধানের বীজ বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত
কলমাকান্দায় দেশীয় অস্ত্রসহ পিতাপুত্র আটক
ঠাকুরগাঁওয়ে গ্রামগঞ্জে জ্বালানি চাহিদা পূরণ করছে গোবরের তৈরি করা লাকড়ি গৃহবধূরা
ফুলবাড়ীতে এসিল্যান্ডের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন চাঁদা দাবি: থানায় জিডি দায়ের
ফুলবাড়ীতে সবজির দাম উর্ধ্বমূখী রাতারাতি দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তা
ধর্মপাশায় সরকারি রাস্তার গাছ কেটে নিলো এক শিক্ষক
সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে ষ্ট্যাটাস দেয়ায় রামগঞ্জে ছাত্রলীগ নেতা বহিস্কার
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন
মসিকে ১০ কোটি টাকার সড়ক ও ড্রেনের কাজ উদ্বোধন করলেন মেয়র
কলমাকান্দায় নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ-বেত শিল্প
বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকারের জন্মদিন উদযাপন
বিশিষ্ট শিক্ষাবিদ যতীন সরকারের ৮৮তম জন্মদিন আজ
১ বিলিয়ন ডলার নিয়ে এমএলএম mtfe বন্ধ
কলমাকান্দায় পুলিশের কাছে ধরা পড়লো তিন মাদক কারবারি
আটপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নকলায় ফাঁসিতে ঝুলে নেশাগ্রস্থ কিশোরের আত্মহত্যা
বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলামের রাজনৈতিক জীবনের ইতিহাস
কলমাকান্দায় আগুনে পুড়ে ২১ দোকানঘর ছাই

Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 852