নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
নেত্রকোনা জেলা শহরের অজহর রোডে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা না পেয়ে মালামাল লুট করার অভিযোগে পৌর ছাত্রদলের আহবায়কসহ দুই চাঁদাবাজকে আটক করেছে যৌথ বাহিনী।
নেত্রকোনায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নেত্রকোনা বড় বাজারের ব্যবসায়ী মেসার্স দিলীপ সরকার রাজশাহী থেকে ট্রাক যোগে গুড় পরিবহন করে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় জেলা শহরের অজহর রোডে পৌঁছলে নিউটাউন এলাকা নিবাসী সামসুদ্দিন খান মিল্কীর পুত্র নেত্রকোনা পৌর ছাত্রদলের আহবায়ক জুনু খান মিল্কী (৩৫) ও বলাই নগুয়া এলাকার বিজয় তালুকদারের পুত্র সমীরন তালুকদার (৩০) ট্রাকের ড্রাইভার ও হেলপারের নিকট চাঁদা দাবী করে। চালক চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা তাদেরকে জিম্মি করে ট্রাকের মালামাল লুটপাট শুরু করে।
খবর পেয়ে দিলীপ সরকার বিষয়টি সেনাবাহিনীকে জানালে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌছে দুই চাঁদাবাজকে আটক করে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক লুট করা ৯৩টি গুড়ের বক্স, ৪০টি গুড়ের টিন, ২ বস্তা রসুন, ৩ বস্তা পেয়াঁজ উদ্ধার এবং তাদের ব্যবহৃত ২ টি মোটর সাইকেল জব্দ করে।
পরবর্তীতে আটককৃত মালামাল এবং আটককৃতদের নেত্রকোনা মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
অপরদিকে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে নেত্রকোনা জেলা শহরের সুইপার কলোনী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে তৈরী ৩৫ লিটার বাংলা মদ (১৬টি বোতল) এবং মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। এ সময় অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত দুইজন ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, নেত্রকোনা পৌরসভার চকপাড়া হরিজন পল্লীর রতন বাশফর এর স্ত্রী আরতী বাশফর (৪৫) ও মঞ্জু মিয়ার পুত্র সাজু মিয়া (২৫)।
পরবর্তীতে জব্দকৃত মদ এবং আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে নেত্রকোনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেয়াদ উর্ত্তীণ হওয়ায় ইতিমধ্যে পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
আরও পড়ুনঃ মোবাইলে ছবি তুলে স্মার্টফোন জেতার সুযোগ
এ কে এম আব্দুল্লাহ