
প্রজেস চন্দ্র দাস
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খানের স্বাক্ষর জাল করে প্রকল্পের টাকা উত্তোলন করার চেষ্টা করায় ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেস চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্মপাশা থানায় মামলা করা হয়েছে।
জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরে মধ্যনগর উপজজেলায় টি আর প্রকল্পের আওতায় নৌকা তৈরী করার প্রকল্পের ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা পরিমানের একটি বিল ভাউচারে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে পিআইও নিজেই টাকা উত্তোলন করার চেষ্টা করেন। এ বিষয়টি ধর্মপাশা উপজেলা হিসাবরক্ষণ অফিসে নিশ্চিত হয়ে উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা আনন্দ মোহন তালুকদার বাদী হয়ে ধর্মপাশা থানায় একটি মামলা করেন।
ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও মধ্যনগর পিআইও অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রজেস চন্দ্র দাস বলেন, আমি স্বাক্ষর জাল করিনাই, প্রকল্পের সভাপতির মাধ্যমে কমিটি দিলে ভাউচারের মাধ্যমে টাকা দেওয়া হবে। ধর্মপাশা থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, এসংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, এটি দুদক তদন্ত করছে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, একটি ভাউচারে আমার স্বাক্ষর জাল করায় পিআইও এর বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় মামলা করা হয়েছে।
মোঃ ইসহাক