
কলমাকান্দায় ৯০ বস্তা ভারতীয় চিনিসহ দুইজন আটক
নেত্রকোনার কলমাকান্দায় ৯০ বস্তা ভারতীয় চিনিসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ । পরে আটককৃতদের মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।
এরআগে সোমবার সন্ধ্যায় উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের চান্দুয়াইল নামক এলাকায় থেকে ভারতীয় চিনিভর্তি দুটি পিকআপসহ দুইজনকে আটক করা হয়।
আটকৃতরা হলো, জেলার কেন্দুয়া উপজেলার মারফ আহমেদের ছেলে কাওসার মিয়া ও ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তার আব্দুর গফুর ছেলে বাচ্চু মিয়া।
পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার বিকালে লেঙরার সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে আনা ভারতীয় চিনি দুটি পিকআপ গাড়ি করে নেত্রকোনা জেলা শহরে পাচার করা হচ্ছে এধরনের (HELLO SP) হ্যালো এসপিকে কলের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সদর ইউনিয়নের চান্দুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কের ওপর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি চালানো হয় । এসময় ৯০ বস্তা চিনিভর্তি দুটি পিকআপসহ দুইজনকে আটক করা হয়। পরে আটককৃতদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।
এবিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বারহাট্টায় আইনগত সহায়তা বিষয়ক জন সাধারণকে উদ্ধুদ্ধকরণ সেমিনার
শেখ শামীম