
জগন্নাথপুরে জামাল হত্যায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে দ,পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত সৈয়দ জামাল মিয়া হত্যার ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহতের ছোট ভাই সৈয়দ হোসাইন আহমদ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় এই মামলা দায়ের করেন। মামলা নং ০১ তারিখ ০১/০৫/২০২৩ ইং।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, নিহত জামালের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য,২৮এপ্রিল শুক্রবার সৈয়দপুর (মল্লিক পাড়া) এলাকায় সৈয়দপুর ইশানকোনা গ্রামের সিএনজি চালক সৈয়দ জামাল মিয়া প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়। পরে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামাল মিয়াকে মৃত ঘোষনা করে। এই ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন: মহান মে দিবস উপলক্ষে নেত্রকোণায় র্যালী ও আলোচনা সভা