
বারহাট্টায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোনার বারহাট্টায় স্বপন তালুকদার (৫০) নামে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
স্বপন তালুকদার উপজেলার রায়মাধব গ্রামের আ. আজিজ তালুকদারের ছেলে। এক সময় বারহাট্টা শহরে তাঁর ধানের ব্যবসা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন তালুকদার একটি বেসরকারি ব্যাংক থেকে বড় অংকের ঋণ নিয়ে আর পরিশোধ করেননি। পরে ব্যাংক কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় স্বপন তালুকদারকে এক বছরের সাজার পাশাপাশি ৮ লাখ টাকা জরিমানা করেন আদালত। সাজার পরোয়ানা থানায় পৌছালে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বপন তালুকদার অর্থ ঋণ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। বুধবার
দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: কৃষকের পাকা ধান কেটে দিয়েছে সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা