মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি ও প্রতারণা:  ভুয়া তিন র‌্যাব সদস্য আটক

প্রকাশিত: ১১:৫১, ১১ মে ২০২৩

র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি ও প্রতারণা:  ভুয়া তিন র‌্যাব সদস্য আটক

র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি ও প্রতারণা:  ভুয়া তিন র‌্যাব সদস্য আটক

র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে তিন ভুয়া র‌্যাবকে আটক করেছে র‌্যাব। গত বুধবার ভোর রাতে নওগাঁর বদলগাছীর কেশাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এই তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

আটকৃতরা হচ্ছে, নওগাঁর মহাদেবপুরে উপজেলার কালু শহর গ্রামের সামছুল আলমের ছেলে এলিট কবির (২৩), একই গ্রামের ময়েজউদ্দিন দেওয়ানের ছেলে সনোয়ার হোসেন (৩৪), পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের সালেহ মাহামুদের ছেলে সুলতান মাহামুদ (৩১)। জয়পুুরহাট র‍্যাব-৫, ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,আটককৃত এই তিন প্রতারক র‌্যাব সদস্য পরিচয়ে জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনপূর্বক চাঁদাবাজি করতো।

বুধবার ভোর রাতে নওগাঁর বদলগাছীর কেশাইল এলাকায় এক ব্যক্তির বাড়িতে গিয়ে র‌্যাব পরিচয় দিয়ে তারা চাঁদা দাবি করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রতারণা ও চাঁদা আদায় করাই ছিল তাদের মূল কাজ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন: জয়পুুরহাটে কৃষকের ধান কেটে দিল জেলা স্বেচ্ছাসেবক লীগ


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798