মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

খালিয়াজুরী (নত্রেকোণা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৩, ১১ মে ২০২৩

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

নেত্রকোনার খালিয়াজুরীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় সাগর চন্দ্র দাস (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার বিকেলে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার সাগর দাস উপজেলা সদরের বানিয়াপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, গতকাল বুধবার সকালে সাগর আম খাওয়ানোর লোভ দেখিয়ে একটি গোয়াল ঘরে নিয়ে বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরীকে (১৫) ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে বিকেলে সাগরকে আটক করে। পরে রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।


খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, আটক সাগরকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। আর ঘটনার শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ফুলবাড়ীতে পতিতাবৃত্তি ব্যবসা: নারীসহ চারজন আটক


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798