শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

জয়পুরহাটে স্ত্রী-সন্তান হত্যায় দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১১:০৩, ১৯ মে ২০২৩

জয়পুরহাটে স্ত্রী-সন্তান হত্যায় দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জয়পুরহাটে স্ত্রী-সন্তান হত্যায় দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জয়পুরহাটে স্ত্রী-সন্তান হত্যায় রেজাউল করিম ভাদু নামের একজন আসামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা বিজ্ঞ আদালতের বিচারক। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার হাপানিয়া নয়াপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে রেজাউল করিম ভাদু।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯০ সালের দিকে ক্ষেতলাল উপজেলার হাপানিয়া নয়াপাড়া গ্রামের রেজাউল করিম ভাদুর সঙ্গে আঙ্গুরী বিবি ওরফে সোনাভানের বিয়ে হয়। তবে, বিয়ের পর থেকেই রেজাউলের সঙ্গে আঙ্গুরী বিবির বনিবনা হচ্ছিল না।

এর জেরে, ২০০৫ সালের ১৭ এপ্রিল স্ত্রী ও পাঁচ বছরের ছেলে হিটলারকে কুপিয়ে হত্যা করেন রেজাউল। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহত আঙ্গুরী বিবির ভাই বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত বৃহস্পতিবার দুপুরে এ রায় প্রদান করেন। জয়পুুরহাট জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড.নৃপেন্দ্র নাথ মন্ডল রায়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: র‌্যাবের হাতে ২৬,৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

 


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808