রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

দুর্গাপুরে কৃষক হত্যার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ২১:৫১, ২১ মে ২০২৩

দুর্গাপুরে কৃষক হত্যার প্রধান আসামি গ্রেফতার

দুর্গাপুরে কৃষক হত্যার প্রধান আসামি গ্রেফতার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে পূর্বশত্রুতার জেরে জাহেদ আলী নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি এমদাদুল হক (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার (২১ মে) সকালে পৌর শহরের নাজিরপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এমদাদুল হক উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে। ও নিহত কৃষক জাহেদ আলী একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।


নিহত কৃষক জাহেদ আলীর পরিবার জানায়, যৌতুকের শালিস মীমাংসাকে কেন্দ্র করে জাহেদ আলীর সঙ্গে আবুল বাশার বাবুল, আব্দুস ছালাম ও তার ছেলে এমদাদুল হকের শত্রুতা সৃষ্টি হয়েছিল। এরই জেরে গত ৯ এপ্রিল বিকেলে বেগুনের চারা দেয়ার কথা বলে আব্দুস সালামের বাড়িতে জাহেদ আলীকে ডেকে আনা হয়।

পরে বেগুন খেতে  ওই ঘটনায় আব্দুস সালাম ও জাহেদ আলীর বাকবিতন্ডতার এক পর্যায়ে আবুল বাশার বাবুল, আব্দুস সালাম ও তার ছেলে এমদাদুল হক দা দিয়ে জাহেদ আলীকে কুপিয়ে হত্যা করে।


দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, এ ঘটনার পর থেকেই প্রধান আসামি এমদাদুল হক পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রোববার সকাল ৯টার দিকে তার চাচাতো বোন জামাই মাজহারুলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহেদ আলী হত্যার কথা স্বীকার করেন। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

আরও পড়ুন: দুর্গাপুরে ধান ক্রয়ে ওজনে কারচুপিতে, ব্যবসায়ীকে অর্থদন্ড


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808