চাচার দায়ের করা মামলায় চার ভাতিজা গ্রেফতার
ঘটনাটি কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বাশিহাটী গ্রামে। মামলার এজাহারে জানা যায়, ওই গ্রামের রহিম উদ্দিন চৌধুরীর চার ছেলে তার চাচা মোসলেম উদ্দিন চৌধুরী ও পরিবারের অন্যান্য সদস্যদের জমিজমা বিরোধের ঘটনায় নানাভাবে অত্যাচার উৎপীড়ণ করে আসছিল। মোসলেম উদ্দিন চৌধুরী ও তার পরিবারের সদস্যরা নিরীহ ও শান্ত প্রকৃতির।
তাদেরকে অত্যাচার উৎপীড়ণ করলেও আইনের আশ্রয় নেওয়া ছাড়া তাদের আর কোন উপায় ছিল না। দীর্ঘদিন যাবত মোট ৫৪ শতাংশ জমিতে রহিম উদ্দিন চৌধুরী ও তার ছেলেদের কোন প্রকার স্বত্ত¡ না থাকলেও বার বার তারা জমি বেদখল করার চেষ্টা করে।
চলতি বছরের গত ১০ মার্চ মোসলিম উদ্দিন চৌধুরী তার চার ভাতিজার বিরোদ্ধে হুমকি ধুমকি ও জমি দখলের পায়তারার অভিযোগে কেন্দুয়া থানায় একটি অভিযোগ দাখিল করেন।
পুলিশ অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে আদালতে চার্জসীট দাখিল করেন। এরই প্রেক্ষিতে আদালত ৪ জনের বিরোদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে ৪ সহোদরকে গ্রেফতার করে নেত্রকোনা আদালতে পাঠায়। অবশ্য আদালতের বিচারক তাদের জামিনের আবেদন মঞ্জুর করেছেন।
আরও পড়ুন: তারাকান্দায় সবুজ পাঠশালা গড়ার কার্যক্রম’র শুভসূচনা