
গরু উদ্ধার, চোর আটক
নেত্রকোনার মোহনগঞ্জে গরু চুরির অভিযোগে সুজন মিয়া ওরফে ছোটন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এ সময় চোরাই একটি গরু উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে শুক্রবার রাতে উপজেলার মানশ্রী গ্রাম থেকে তাকে আটক করা হয়। সুজন মিয়া উপজেলার মানশ্রী গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সুজনের গোয়ালে একটি গরু থাকলেও বাইরে বের করে না। বিষয়টি এলাকার লোকজনের বিষয়টি সন্দেহ হলে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে সুনজকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চুরির কথা স্বীকার করে। এ সময় গরু জব্দ করাসহ সুজনকে আটক করা হয়। এ ঘটনায় শেখপুর গ্রামের মো. আল্লাদ মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন।
আল্লাদ মিয়া জানান, গত ১১ জুন বাড়ির সামনে ডিঙাপোতা হাওরে তিনটি গরু ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেই। পরে সুজন ও তার তিন সহযোগী মিলে একটি গরু চুরি করে নিয়ে যায়। ওই তিন সহযোগী হলো- মানশ্রী গ্রামের রোকন মিয়া, তোফায়েল মিয়া ও রাকিব মিয়া। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সুজন মিয়াকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।