বারহাট্টায় ডাকাতির প্রস্তুতকালে আটক-৬
নেত্রকোণার বারহাট্টায় ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ০২.৪৫ ঘটিকার সময় আটপাড়া সড়কের বৃ-কালিকা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নেত্রকোণা সদর উপজেলার ছোট-কাইলাটি গ্রামের দুলু মিয়ার ছেলে ফারুক হোসেন (৩০), গোলাম মোস্তফার ছেলে আশরাফুল জামান রাব্বী (২৩), আব্দুল হেকিমের ছেলে মো. ফুল মিয়া (৪০), জাহির উল্লাহর ছেলে মো. সুমন মিয়া (৩৮), আমজাদ আলীর ছেলে আহাম্মদ আলী (৩৪) ও কুরপাড় মহল্লার মো. লিটন মিয়ার ছেলে নাজমুল হোসেন ইমন (১৮)। এ তথ্য নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা।
বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা জানান, আটককৃতদের তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহারের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে যানজট নিরসন ও চাঁদাবাজি বন্ধে দৃঢ় অবস্থানে পুলিশ সুপার