
কলমাকান্দায় দুলালের পরিবারে চলছে শোকের মাতম
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চান্দুয়াইল গ্রামের নিহত দুলাল মিয়ার পরিবারে চলছে শোকের মাতম। শনিবার রাত সাড়ে ৭টার দিকে দুলালের লাশ তার বাড়িতে পৌঁছেছে।
এর আগে গত শুক্রবার বিকেলে গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকার সিএনজির মাঠের পিছন থেকে দুলালের গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত দুলালের স্ত্রী আয়েশা আক্তারসহ এগারো মাসের ছেলে শাকিব ও সাদিয়া আক্তার (১৪) নামের এক মেয়ে রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুলাল মিয়া গত আট বছর ধরে গাজীপুর মহানগরীর গাছা থানার মালেকের বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে থেকে স্থানীয় ডিজাইন এক্সপ্রেস লিমিটেড কারখানায় ক্লিনার পদে চাকরি করতেন। গত শুক্রবার বিকেলে সিএনজির মাঠের পিছনে দুলালকে কে বা কারা ধাঁরালো অস্ত্র দিয়ে গলাকাটে হত্যা করে লাশটি ফেলে রাখে।
খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। এ ব্যাপারে নিহতের ছোট ভাই মো. মাসুম মিয়া বাদি হয়ে অজ্ঞাত নামা আসামী করে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছিদ্দিক জানান, খবর পেয়ে দুলালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, শুক্রবার দুপুর ২টা থেকে বিকাল ৪টার মধ্যে কোন এক সময় ধারালো অস্ত্র দিয়ে দুলালকে হত্যা করা হয়েছে। লাশের গলা-বুক ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: কলমাকান্দায় ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ