
৩১ বিজিবি
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০,৭৪,৫০০ /- টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ করেছে- নলুয়াপাড়া বিওপি। জব্দকৃত ভারতীয় ৩৮৩ বোতল বিভিন্ন প্রকার মদ নেত্রকোনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হবে ।
আজ বুধবার (২৩ নভেম্বর) দুপুরে দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্ত মেইন পিলার ১১৬১ হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকার রাস্তার উপর বালুবাহী ট্রাকের মধ্যে চোরাকারবারী অবৈধ পণ্য রাখার পর এসব পণ্যের উপর বালী ভর্তি করা হবে।
দুর্গাপুরের বিজিবি এর নলুয়াপাড়া বিওপির একটি টহল দল এলাকায় উপস্থিত হলে রাস্তার পার্শ্বে দাঁড়ানো অবস্থায় একটি ট্রাক দেখতে পান। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রাকের ড্রাইভার, হেলপারসহ অন্যান্য ব্যক্তিরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এসময় ওই ট্রাকটি তল্লাশী চালিয়ে ৩৮৩ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ পাওয়া যায়। মাদক সরবরাহ কাজে ব্যবহৃত ওই ট্রাকসহ ৩৮৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। ভারতীয় মদসহ ট্রাকের সিজার মূল্য-৪০,৭৪,৫০০ /- (চল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত) টাকা।
আরও পড়ুন: কেন্দুয়ায় ইমাম-মোয়াজ্জিনদের দোয়া চাইলেন-এডভোকেট আব্দুল মতিন