জয়পুরহাটে ডাকাতি ও হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
জয়পুরহাট সদরের নোয়াপাড়া এলাকা ডাকাতি করতে গিয়ে হত্যা মামলার মৃত্যুদন্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমিনুল ইসলাম ওরফে রিয়াদুলকে (৪৫) শনিবার রাতে গ্রেফতার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত পলাতক সাজাপ্রাপ্ত আসামী হলেন, আমিনুল ইসলাম ওরফে রিয়াদুল (৪৫) সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
শনিরার (১২ আগস্ট) সকাল ৭ টায় র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামে মজিবর রহমান তার নিজ বাড়ির শয়ন ঘরে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাতদল বাড়ির প্রাচীর টপকিয়ে মজিবরের ঘরে প্রবেশ করে ছুরিকাঘাত করে প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় মজিবর রহমনানের চিৎকারে পাশের ঘরে থাকা তার দুই সন্তান আব্দুর রাজ্জাক ও এরশাদ ঘর থেকে বের হয়ে ডাকাতদের ঝাপটে ধরে। এসময় ডাকাতরা মজিবরের ছেলে এরশাদকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এসময় প্রতিবেশী জাফরকে চিনতে পারে পরিবারের লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় মজিবর রহমান ও তার ছেলে এরশাদকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিয়ে যায়। কর্ত্যবরত চিকিৎসক মজিবর রহমানকে মৃত ঘোষনা করেন। আর ছেলে এরশাদকে হাসপাতালে ভর্তি করে নেয়। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে ২০০৭ সালের ১৯ ডিসেম্বর জয়পুরহাট সদর থানায় মামলা করেন। মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এস আই রায়হান ২০০৮ সালের ২৮ মার্চ আদালতে তিন জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর দীর্ঘ শুনানি শেষে গত ১৯জুন সোমবার জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দিন আসামীরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে এ আদেশ দেন।
জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, উপজেলার পারুলিয়া গ্রামে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর ডাকাতির পর মুজিবর রহমান নামে একজনকে হত্যার অভিযোগে মামলা হয়।
এরপর আদালতের বিচারক এ বছরের ১৯ জুন দুই সহোদর ভাই জাফর ওরফে জাফু ওরফে ইয়ারব হোসেন (৪৭), আমিনুল ইসলাম ওরফে রিয়াদুল (৪৫) ও পাঁচবিবি উপজেলার তেলীহার গ্রামের মৃত জাবদুলের ছেলে লুৎফর রহমান (৫৭) পলাতক আসামীদের বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ দেন। এরপর আজ শনিবার গভীর রাতে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে আমিনুল ইসলাম ওরফে রিয়াদুলকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে উন্নয়নে মতবিনিময় সভা