রোববার ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

পূর্ব শত্রুতার জেরে মারপিট: ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা

প্রকাশিত: ১৫:৫৪, ২০ আগস্ট ২০২৩

পূর্ব শত্রুতার জেরে মারপিট: ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা

পূর্ব শত্রুতার জেরে মারপিট: ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা

জয়পুরহাটের কালাইয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা ও মারপিটের ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর পিতা সুজাউল ইসলাম। গত শনিবার দুপুরে কালাই থানায় ৪ জনকে আসামি করে তিনি এ মামলা করেন বলে সত্যতা নিশ্চিত করেছেন কালাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.ওয়াসিম আল বারী। এর আগে উপজেলার দুরুঞ্জ গ্রামে গত ১২ আগস্ট বিকেলের দিকে এ মারপিটের ঘটনা ঘটে।

মামলার বিবরণে জানা গেছে,সুজাউল ইসলাম অভিযোগ করেন, ঘটনার দিন বিকেলে তাঁর ছেলে নাসিমুজ্জামান শহীদ (১৭) নিজের বাড়ির সামনের পাকা রাস্তায় অবস্থান করছিলেন। সে সময় পূর্ব শত্ৰুতার জেরে বিবাদীরা তাঁর ছেলেকে হত্যার উদ্দেশ্যে পিছনের দিক থেকে হামলা করে। আর বাঁশের লাঠি দিয়ে তাঁকে মারপিট করে। তখন তাঁর হাঁক-চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসলে আসামীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এরপর স্থানীয়রা আহত অবস্থায় নাসিমুজ্জামান শহীদকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

রবিবার দুপুরে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ওয়াসিম আল বারী গণমাধ্যম কর্মীদের বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: ফুলবাড়ী লিজেন্ড কাপের চূড়ান্ত খেলা ও সম্মানা প্রদান


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808