
টঙ্গীবাড়ীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ৯ বছরের পলাতক হত্যা মামলার আসামি আল মামুন মোল্লা(৩০) কে গ্রেফতার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।
শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে তাকে গ্রেফতার করে পুলিশ। মামুন উপজেলার বেতকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আব্দুল আলিম মোল্লার ছেলে।
টঙ্গীবাড়ী থানার এসআই আল মামুন জানান,গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্সের সহায়তায় কুন্ডের বাজার এলাকা থেকে ৯ বছরের পলাতক আসামি মামুন মোল্লা কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপুরে জাতীয় কবির প্রয়াণ দিবস পালিত