
ময়মনসিংহ ডিবি কর্তৃক দেশীয় অস্রসহ দুইজন গ্রেফতার
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, এর বিশেষ অভিযানে ০২টি রাম দা ও ০১টি চাপাতিসহ ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার-০২।
এসআই(নিঃ) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন জনৈক মোঃ জামান সাহেবের “নিগার জামান পেট্রোল পাম্প” এর সামনে ঢাকা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় হইতে ২৮ আগষ্ট ২০২৩ খ্রিঃ তারিখ ২৩.৪০ ঘটিকায় ডাকাতির প্রস্তুতিকালে ০২টি রাম দা ও ১ টি চাপাতিসহ ডাকাত।
১। মোঃ হিমেল সরকার, আলিউল ইসলাম (৩৪), পিতা-মোঃ সিরাজুল ইসলাম,শুকুইরে, সিরাজ দালাল, মাতা-মোঃ সাদিয়া সরকার, সাং-কুর্শাপুর সরকার বাড়ী (খাঁ বাড়ীর পাশে), থানা-গফরগাঁও, ২। মোঃ সোহাগ (২২), পিতা-মোঃ মোফাজ্জল, মাতা-মোছাঃ আয়েশা বেগম, সাং-সাউদকান্দি (কাউসার মোড়লের বাড়ীর সাথে), থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ হিমেল সরকার ,আলিউল ইসলাম (৩৪) এর বিরুদ্ধে গফরগাঁও থানায় ০৪টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত ০২টি রাম দা ও ১ চাপাতি এর বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
আরও পড়ুন: বারহাট্টার আকাশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত