গৌরীপুরে চোরাই ট্রাক একজন আটক
ময়মনসিংহের গৌরীপুরে চোরাই ট্রাকসহ একজনকে আটক করেছে পুলিশ। এসময় আরও চারজন পালিয়ে যায়। আটককৃত ব্যক্তি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দাউদপুর গ্রামের রতন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর বাজার থেকে চালক রফিকুল ইসলামসহ চোরাই ট্রাকটিকে আটক করা হয়। যার নম্বর ঢাকা মোট্রো ড- ১১-১২৮৪। এসময় তাঁর সাথে থাকা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সবুজ মিয়া ও অজ্ঞাত ২-৩ জন পালিয়ে যায়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন- এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয় ও আটক রফিকুল ইসলামকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: সিকিউরিটি সার্টিফিকেশনে সর্বোচ্চ পর্যায়ের স্বীকৃতি পেল হুয়াওয়ে