
ময়মনসিংহ ডিবি’র অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০১ জনকে গ্রেফতার করেছেন।
এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন ভালুকা বাসষ্ট্যান্ড ময়মনসিংহ থেকে ঢাকা গামী মহাসড়কের পূর্ব পাশে মোঃ বাহার (৩২) পিতা-মোঃ কাজিম উদ্দিন এর বি.এম হার্ডওয়্যার এন্ড স্যানেটারী নামক দোকানের সামনে ফাঁকা জায়গা হইতে ০১ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ২২.০০ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী নখলার মোঃ আইনাল হক নন্টু (৩৯) গ্রেফতার। তার পিতা-মৃতঃ হারেজ আলী সরকার, মাতা-আনোয়ারার বেগম, সাং-পাটাকাটা, থানা-নকলা, জেলা-শেরপুর কে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
আরও পড়ুন: বকশীগঞ্জে শিক্ষা ও শিক্ষার্থীর মান উন্নয়নে উন্মক্ত সেমিনার অনুষ্ঠিত