চাঞ্চল্যকর ইদ্রিস আলী হত্যা মামলার মূল আসামীসহ গ্রেফতার-৫
নেত্রকোনার পূর্বধলায় জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে চাঞ্চল্যকর ইদ্রিস আলী (৭০) হত্যা মামলার মূল আসামীসহ হত্যাকান্ডে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ। রবিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে র্যাব-১৪’র কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহাম্মদ জয় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান সনাক্তের মাধ্যমে রবিবার রাত সাড়ে ১২টায় ঢাকার তুরাগ থানা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। পরে আসামিদেরকে পূর্বধলা থানায় হস্তাস্তর করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামের আক্কাস আলী (৬৫) ও তার ছেলে মামলার মূল আসামী মো. মোস্তাফিজুর রহমান (২৫), মোঃ রিফাত ওরফে বাবু (২০), মেয়ে পপি আক্তার (২৫) ও স্ত্রী মোছাঃ মনোয়ারা খাতুন (৫৫)। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রæতার জেড়ে গত ২৭ আগষ্ট সন্ধ্যায় ভিকটিম ইদ্রিস আলী মসজিদ হতে নামাজ শেষে বাড়ি ফিরছিল।
পথিমধ্যে পূর্ব-পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা আসামীরা ইদ্রিস আলীকে বাড়ির সামনে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে দুই পা ও এক হাত বিচ্ছিন্ন করে। গুরুতর আহত বৃদ্ধার ডাক চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে আসামিরা কৌশলে দ্রæত পালিয়ে যায়।
আশংকাবস্থায় ভিকটিম ইদ্রিস আলীকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা দায়ের করেন ভিকটিমে স্ত্রী মোছা. ফরিদা আক্তার। ইদ্রিস আলীকে নির্মমভাবে হত্যার ঘটনায় পূর্বধলাসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকে ছদ্মবেশে গাঁ ঢাকা দেয় আসামিরা।
আরও পড়ুন: রামগঞ্জে এমপি’র সাথে প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির মতবিনিময়