শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২৯৭ টি ভারতীয় মোবাইল হ্যান্ডসেট উদ্ধার,আটক ১

প্রকাশিত: ২১:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২১:৫৯, ১৩ সেপ্টেম্বর ২০২৩

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২৯৭ টি ভারতীয় মোবাইল হ্যান্ডসেট উদ্ধার,আটক ১

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২৯৭ টি ভারতীয় মোবাইল হ্যান্ডসেট উদ্ধার,আটক ১

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ ১৩ সেপ্টেম্বর বুধবার সকাল ৭ টায় গোপন সংবাদের ভিত্তিত্বে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম, ইন্সপেক্টর তদন্ত মো. আব্দুর রবের নেতৃত্ব সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় চেক পোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে একটি প্রোবক্স (প্রাইভেট কার) আটক করেন। 

পরে আটককৃত প্রাইভেট কার থানায় নিয়ে এসে তল্লাসী চালিয়ে চারটি কাটুন পাওয়া যায়৷ পুলিশ কাটুন গুলো একে একে খুলে এর বিতর থেকে চোরাই পথে আসা ভারতীয় ২৯৭ টি মোবাইল সেট উদ্ধার করে।  এঘটনায় পুলিশ মোবাইল ফোন পরিবহনের সাথে যুক্ত থাকায় প্রাইভেট কার চালক গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইছুব আলী (৩৫) কে আটক করা হয় ৷ 

কানাইঘাট সার্কেল অলক রঞ্জন শর্মা জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যাক মোবাইল ফোন সেট আটক করে ৷ সীমান্তের চোরাচালান রোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে৷ এ ব্যাপারে বিশ্বের ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে জৈন্তাপুরের থানায় একটি মামলা করেছে। 

আরও পড়ুন: শেরপুরে চাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ১ জনের যাবজ্জীবন