
বকশীগঞ্জে ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৩টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মানিক সাহা নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিন মামলায় ২ বছর করে মোট ৬ বছরের সাজা হয় মানিক সাহার।
২১ সেপ্টেম্বর বকশীগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা।
জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নামাপাড়া গ্রামের আলা আমীন নামে জনৈক স্কুল শিক্ষক বকশীগঞ্জের সত্য সাহার ছেলে মানিক সাহার বিরুদ্ধে জামালপুরের বিজ্ঞ আদালতে পৃথক ৩টি মামলা দায়ের করেন। অর্থ আত্মসাতের দায়ে মামলা দায়ের করেন তিনি। ৩টি মামলায় ২ বছর করে মোট ৬ বছরের সাজা হয় মানিক সাহার। এরপর থেকেই মানিক সাহা পালিয়ে আত্মগোপন করে।
২০ সেপ্টেম্বর রাতে বকশীগঞ্জ থানা পুলিশ ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ২১ সেপ্টেম্বর দুপুরে পুলিশ মানিক সাহাকে আদালতে সোপর্দ করে।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম এর নির্দেশ মোতাবেক বকশীগঞ্জ থানার পুলিশ ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে। সে দীর্ঘ দিন পলাতক ছিলো।
আরও পড়ুন: বকশীগঞ্জে চার বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার