বারহাট্টায় ০৪ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
নেত্রকোণার বারহাট্টায় ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ০৪ ডায়াগনোস্টিক সেন্টারে ১৭ হাজার টাকা জরিমানা ও ০১ ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
শনিবার বিকেল বারহাট্টা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেবা, ইকরা, নিউ পপুলার ও পদ্ম ডায়াগনোস্টিক সেন্টারসহ ০৪টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা ও বারহাট্টা মধ্য বাজারে অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমের সামনে আলফা ডেন্টাল ডায়াগনোস্টিক সেন্টারের লাইসেন্স না থাকার দায়ে সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, বারহাট্টা থানার এস.আই নবী হোসেনসহ সঙ্গীয় ফোর্স। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান জানান, বারহাট্টায় ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে।
একই সঙ্গে যেসব ডায়াগনোস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ কিংবা লাইসেন্স নেই, চিকিৎসায় গাফিলতি প্রমাণিত হলে সিলগালাসহ বড় ধরনের জরিমানা করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কথিত সাংবাদিক মামুনের চাঁদাবাজির বিরুদ্ধে দুর্গাপুরে মানববন্ধন