ময়মনসিংহ ডিবি অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার-৫
এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন ঘোষগাঁও বাজার সাকিনস্থ মোঃ আতিকুল ইসলাম (৪০) এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার পাশ হইতে ২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ২০.৩০ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী
১। আদম আলী (৪৫), পিতা-মহরম আলী, মাতা-শামছুন্নাহার, সাং-রায়পুর, ইউপি-ঘোষগাঁও, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। উক্ত আসামীর বিরুদ্ধে ০৫টি মাদক মামলা রয়েছে।
এসআই(নিঃ) রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ছিটাল গ্রামস্থ ঠান্ডু মিয়ার বাড়ীর পূর্ব পার্শ্বে ছিটাল বাজার কাকের মোড় হইতে রূপেরচালা যাওয়ার ইটের সলিং রাস্তার উপর হইতে ২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ১৬.৫০ ঘটিকায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৬ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী ১। রুবেল মিয়া (৩০), পিতা-আঃ হাই, মাতা-মোছাঃ শাহিনুর বেগম, সাং-ছিটালপাড়া (কাকেরপাড়া),
২। মোশারফ হোসেন (৩৩), পিতা-মেহের আলী, মাতা-জুলেখা খাতুন, সাং-মল্লিকবাড়ী, ৩। সরোয়ার হোসেন (২৪), পিতা-আলী হোসেন, মাতা-সোমেলা খাতুন, সাং-ধামশুর, ৪। মোঃ খলিলুর রহমান (৪২), পিতা-মৃতঃ নেতু শেখ, মাতা মৃত-রাজিয়া খাতুন, সাং-মামারিশপুর, সর্ব থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামী মোশারফ এর বিরুদ্ধে ০৪টি এবং সরোয়ার এর বিরুদ্ধে ০২ টি মাদক মামরা রয়েছে।
উদ্ধারকৃত ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৬ গ্রাম হেরোইন এর বিষয়ে গ্রেফতারকৃত ০৫ জন আসামীর বিরুদ্ধে ধোবাউড়া ও ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।