
জৈন্তাপুরে গাড়ী সহ ভারতীয় ২১টি গরু ও ৪টি মহিষ আটক
জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাইপথে আসা গরু-মহিষ গোপন সংবাদের বৃত্তিত্বে পুলিশ অভিযান চালিয়ে সিলেট- তামাবিল মহাসড়কের সারীঘাট উত্তরপাড় এলাকা থেকে ১টি ডিআই গাড়ি সহ ২১টি গরু ও ৪টি মহিষ আটক করে।
এ সময় ভারতীয় চোরাচালান ব্যবসার সাথে জড়িত অপরাধীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে গরু-মহিষ রেখে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানাগেছে, ১লা নভেম্বর সকাল ৮টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সারীঘাট উত্তরপাড় নয়াখেল আগফৌদ এলাকার আমিন টেলিকম এর সম্মুখ রাস্তা থেকে চোরাকারবারীদের রেখে যাওয়া ১টি ডিআই ট্রাক সহ ভারতীয় ২১টি গরু ও ৪টি মহিষ উদ্ধার করেন থানায় নিয়ে আসে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম (পিপিএম) ভারতীয় মহিষ ও গরু আটকের সত্যতা নিশ্চিত কওে বলেন, সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখতে জৈন্তাপুর থানা পুলিশ ২৪ ঘন্টা তৎপর রয়েছে। ভারতীয় গরু-মহিষ আটকের বিষয়ে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালন