বারহাট্টায় বিএনপি’র ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
নেত্রকোনার বারহাট্টায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। উপজেলার ধলাপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম বাদী হয়ে বুধবার (১ অক্টোবর) রাতে এ মামলা করেন।
দ্রুত বিচার আইনে করা এ মামলায় উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কমল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আ. কাদির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ও সরকারি কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনসহ ১৫ জনের নাম উল্লেখসহ আরও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে
এ মামলায় এজহারভুক্ত আসামি উপজেলা জনতা দলের সভাপতি হৃদয় মিয়াকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত মঙ্গলবার সকালে অবরোধ চলাকালে বাদী বাড়ির সামনে থাকা দু’টি গাছের টোম নিয়ে যায় একদল বিএনপি নেতাকর্মী। তারা এগুলো নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে আড়াআাড়িভাবে ফেলে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। দু’পাশ থেকে আসা গাড়িগুলোকে বাধা দেয়, ভয় ভীতি দেখায়।
এসময় আবুল কালাম তাদের বাধা দিলে তাকে আওয়ামী লীগের দালাল বলে গালাগাল ও প্রাণ নাশের হুমকি দেয় তারা। এ ঘটনায় আবুল কালাম বাদী হয়ে বুধবার রাতে মামলা দায়ের করেন।
এ বিষয়ে বারহাট্টা উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কমল বলেন, এসব গায়েবি মামলা, ভুয়া মামলা। সফলভাবে আমরা সেদিন অবরোধ পালন করেছি। সড়কে কেউ গাছ পুড়িয়ে গাড়ি চলাচলে বাধা দেয়নি বা বাধা দেওয়ার দরকার হয়নি। কারণ ওইদিন তো কোনো গাড়িই সড়কে বের হয়নি।
বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, এ মামলায় একজনকে গ্রেফতার করে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে চেষ্টা চলছে।
আরও পড়ুন: ফখরুল-আব্বাসসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা