
জয়পুরহাটে পিকআপে আগুন, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
জয়পুরহাটের সদর উপজেলায় একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় এক সাবেক ছাত্রদল নেতাকে আটক করেছে জয়পুুরহাট র্যাব-৫ এর সদস্যরা।
দিবাগত শনিবার রাত ২ টার দিকে সদর উপজেলার জামালপুর পূর্ববাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। রোববার (১৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যম কর্মীদের জানানো হয়।
আটককৃত ব্যক্তির নাম মাসুদ রানা (৪৫)। তিনি আক্কেলপুর উপজেলার পূর্ব রুকিন্দিপুর গ্রামের মৃত. রেজাউল করিমের ছেলে। মাসুদ থানা ছাত্রদলের সাবেক সেক্রেটারি ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কর্মী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে পিকআপে আগুন দেওয়ার অভিযোগ এনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র কমিটি গঠনকে কেন্দ্র করে চেয়ারম্যান সমর্থকদের হাতে আ.লীগ নেতা লাঞ্ছিত
নিরেন দাস