মোহনগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
নেত্রকোনার মোহনগঞ্জে ৯০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বরান্তর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বরান্তর (পশ্চিম পাড়া) গ্রামের মো. জুলহাস মিয়া (৬১) ও কানুহারী গ্রামের মো. আলম মিয়া (৩২)।
পুলিশ জানায়, বরান্তর গ্রামের জুলহাস মিয়ার বাড়িতে মাদক কনোবেচা হচ্ছে। এমন গোপন খবরে অভিযান চালায় মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর তদন্ত কেন্দ্রের পুলিশ। পরে ৯০০ গ্রাম গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরো পড়ুন: ঝিনাইগাতী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত