ময়মনসিংহে ডিবি’র অভিযানে গ্রেপ্তার-২৫
ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযান ১৮ ছিনতাইকারী ও ৭ মাদকসেবীসহ ২৫ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। ডিবির ওসি ফারুক হোসেন জানান, ময়মনসিংহ নগরীর আইন শৃংখলা স্বাভাবিক রাখাসহ চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২৫ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মরাখলা বলাশপুর থেকে ১৮ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী মোঃ মন্টু মিয়া, মোঃ জয়নাল, শ্রী গোবিন্দ চন্দ্র দা, মোঃ রবিন মিয়া, মোঃ জসিম উদ্দিনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কেওয়াটখালী আসাবিক রেলকলোনী গেইটের সামনে থেকে ১৮ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী মোঃ হানিফ মিয়া, মোঃ সোহাগ মিয়া, জুয়েল মিয়া, সাইফুল ইসলাম, আকাশকে গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।এসআই আলমগীর কবির সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে পুরোহিতপাড়া থেকে ১৫ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী আরিফ হোসেন, মোঃ আপেল, মঙ্গল মিয়াকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।এসআই রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইটের সামনে থেকে ১৯ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী মোঃ রিপন মিয়া, আশিকুর রহমান মনি, আশিকুর রহমান রুমান, মোঃ মামুন, মোঃ রানা মিয়াকে গ্রেফতার করে। আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাই এর গ্রেফতারকৃতসাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে পাটগুদাম ব্রীজ মোড় থেকে মাদক সেবী তানভীর ইমতিয়াজ রনি, মোঃ তোমাল মোঃ ছাব্বির হোসেন, মোঃ রনি, মোঃ সাদ্দাম, মোঃ তারা মিয়া, মোঃ রবিন মিয়া গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ময়মনসিংহ শহর এলাকায় মাদক সেবীর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: না ফেরার দেশে চলে গেলেন শেরপুর জেলা ছাত্রলীগের নেতা মতিন