
মধ্যনগরে ১১কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন এর দিক নির্দেশনায় এএসআই রফিজুল ইসলাম, এএসআই মোঃ মশিউর রহমান, এএসআই মোঃ নজরুল ইসলাম মধ্যনগর সদর ইউনিয়নের খালিশাকান্দা গ্ৰামে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী কে আটক করে।
গতকাল ২৬শে ফেব্রুয়ারি খালিশাকান্দা গ্ৰামের কাঁচা রাস্তায় ১১কেজি গাঁজা কলমাকান্দা উপজেলা নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে মধ্যনগর থানা পুলিশ।
আটককৃতরা হলো কামাউরা গ্ৰামের শাহজাহান মিয়ার ছেলে মেহেদী হাসান অপু, খালিশাকান্দা গ্ৰামের মতিউর রহমানের ছেলে মোবারক হোসেন,একই গ্ৰামের নেয়াজ আলীর ছেলে রফিক মিয়া। উদ্ধারকৃত ১১কেজি গাঁজার বাজার মূল্য দুই লক্ষ বিশহাজার টাকা।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন গ্রেফতারকৃত উল্লেখিত ০৩জন সহ অজ্ঞাতনামা ০১ জনের বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদক আইনে মামলা হয়েছে। মধ্যনগর থানা এলাকাকে মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সুরঞ্জন তালুকদার