জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে আটক-২
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩২ বোতল ভারতীয় মদ, ১০৫ বস্তা চিনি, ১টি ড্রাম ট্রাক সহ ২জন গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানায়, ১৪ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহ মো. মুহিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর বাস ষ্টেশনে অভিযান পরিচালনা করে ৩২ বোতল ভারতীয় মদ সহ ১জনকে আটক করেন ৷ আটককৃত ব্যক্তি গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের রশিদ মিয়ার ছেলে নাজিম উদ্দিন (২৫) ৷
অপরদিকে ১৫ মার্চ শুক্রবার ভোর ৫টায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট তামাবিল মহাসড়কের রনিফৌদ এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ পন্থায় ভারতীয় ১০৫ বস্তা চিনি বহন করে নিয়ে যাওয়ার প্রাক্কালে সিলেট-তামাবিল মহাসড়কের রনিফৌদ এলাকায় চোকপোষ্ট বসিয়ে (সিলেট-মোট্রা-ল- ১১-০২১৩) হাইড্রেলিক ট্রাক সহ ১জনকে আটক করেন৷ আটককৃত ব্যক্তি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের ওসমান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ৷
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, চোরাচালন ও মাদক বিরোধী পৃথক পৃথক ভাবে দুটি অভিযান পরিচালনা করে ১জন মাদক ব্যবসায়ী সহ ৩২ বোতল মদ, ১টি হাইড্রেলিক ট্রাক বোঝাই ১০৫ বস্তা ভারতীয় চিনি সহ ১জনকে আটক করি ৷ তাদের বিরোধে সংশ্লিষ্ট ধারায় পৃথক পৃথক মামলা গ্রহন করা হয়েছে ৷ আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: বিকাশ ক্যাশ আউটের সুবিধা বেড়ে ডাবল
গোলাম সরওয়ার বেলাল