
ফুলবাড়ীতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা তিনটি ভাটায় ৫ লাখ টাকা অর্থদণ্ড
দিনাজপুরের ফুলবাড়ীতে ছাড়পত্র, ইট পোড়ানো লাইসেন্স না থাকা ও অনুমোতি ছাড়াই কৃষি জমির মাটি ব্যবহার করে ইটভাটা পরিচালনার অভিযোগে ৩টি ইটভাটায় ৫ লাখ টাকা অর্থদণ্ড করেছে পরিবেশ অধিদপ্তর।
শনিবার (১৬ মার্চ) দুপুর ১২টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. রানায়েত আলী রেজাসহ পুলিশ ও ফায়ার সার্ভিসে একটি দল।
অভিযানে আমিন ব্রিকসের সত্ত্বাধিকারী রুহুল আমিনকে ২ লাখ টাকা, রহমান ব্রিকসের সত্ত্বাধিকারী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনকে ১ লাখ টাকা ও ইসলাম ব্রিকসের সত্ত্বাধিকারী মো. নূরে ইসলামকে ২ লাখ টাকা অর্থদণ্ডসহ সতর্ক করা হয়।
ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, উপজেলার সবচেয়ে বড় ৩টি ইট ভাটা দির্ঘদিন যাবৎ পরিবেশের ছাড়পত্র ছাড়াই ভাটা পরিচালনা করছে। ভাটাগুলোতে ইটভাটায় আগুন দেয়ার অনুমতিগ্রহণ না করে ইট পোড়ানো ও অনুমোতি ছাড়াই কৃষি জমির মাটি ব্যবহার করছে।
এমন অভিযোগ পেয়ে ভাটাগুলোতে অভিযান পরিচালনা চালিয়ে আমিন ব্রিকসের সত্ত্বাধিকারী রুহুল আমিনকে ২ লাখ টাকা, রহমান ব্রিকসের সত্ত্বাধিকারী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনকে ১ লাখ টাকা ও ইসলাম ব্রিকসের সত্ত্বাধিকারী মো. নূরে ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে পরিবেশের ছাত্রপত্র, ইট পোড়ানোর অনুমতিপত্র ও অনুমোদিত মাটি ব্যবহার করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: ভারত পাশে ছিল বলেই নির্বাচন নিয়ে অশুভ খেলা হয়নি: ওবায়দুল কাদের
কংকনা রায়