
কেন্দুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত
কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইগ্রুপের লোকদের মধ্যে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল কাইয়ুম ৫০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষে আহত হয়েছে অন্তত অর্ধশত ব্যাক্তি।
শনিবার সন্ধ্যার আগে বিষ্ণুপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষে আব্দুল কাইয়ুমকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। তার মরদেহ নেত্রকেনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
জানা যায় বিষ্ণুপুর গ্রামের আব্দুল লতিফ মেম্বার, হাসিম উদ্দিন গংদের সাথে একই গ্রামের হুমায়ুন, ঝান্টু হাদিছ ও শহিদ মিয়া গংদের সাথে পূর্বশক্রতা নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় দুইমাস আগে ইউ পি চেয়ারম্যানের উদ্যোগে গ্রাম শালিসির মাধ্যমে মিমাংসা হয় আনুষ্ঠানিকভাবে।কিন্তু ভেতরে ভেতরে দ্বন্ধ লেগেই ছিল।
কয়েকদিন আগে দুই পক্ষের লোকদের মধ্যে পাল্টাপার্টি গরু জবাই করে খাওয়া হয়।শনিবার ছেলেদের মধ্যে ফুটবল খেলার শুরুতে একপকরষের বাধা আসে। এই বাধা দেওযাকে কেন্দ্র করেই দুইগ্রুপের শতশত লোক লাঠি বল্লম সহ বিভিন্ন ধারালো অস্ত্রে নিয়ে মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষেের সামনে থাকা আব্দুল কাইয়ুম মারাত্বক আহত হলে দ্রুত তাকে কেন্দুয়া উপজেলা স্হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা কেরন। আহত ঁঅন্যান্যদের কেন্দুয়া হাসপাতাল সহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কান্দিউড়া ইউপি চেয়ারম্যান মাহবুব আলম বাবুল জানান পুর্ব শক্রতা থেকেই সুত্রপাত।সর্বশেষ ফঁটবল খেলাকে কেন্দ্র করেই সংঘর্ষে একজন নিহত ও অধশত লোক আহত হয়েছে।
কেন্দুয়া থানার ওসি মোঃ এনামুল হক পিপিএম বলেন ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হযেছে বেশকয়েকজন।তবে কতজন আহত তা এই মিহুররতে নির্নয় করা যায়নি।
মামলা হয়নি।ময়না তদন্ত শেষে মরদেহ দাফন কাফনের পর লিখিত এজহার পেলেই মামলা রেকর্ড করা হবে।