
মেয়ের জামাইকে হত্যার অভিযোগে শ্বাশুড়ি আটক
নেত্রকোনার কলমাকান্দায় সোলার নিয়ে বড় মেয়ের জামাইকে হত্যার অভিযোগে নিহতের শ্বাশুড়ি, শ্যালিকা ও তার জামাইসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।
নিহতের লাশ আগামীকাল শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ ঘটনাটি শুক্রবার বেলা ১১ টার দিকে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে দক্ষিণ পাড়ায় ঘটে।
নিহত যুবকের নাম মো. ফরিদ মিয়া (২৭) । ওই গ্রামের মো. হাশিম উদ্দিন ও মো. ফরিদা খাতুন দম্পতির একমাত্র ছেলে। সে পেশায় একজন ইটভাটার শ্রমিক।
আটককৃতরা হলেন, উপজেলার একই ইউনিয়নের একই গ্রামের প্রতিবেশী নিহতের শ্বাশুড়ি আনোয়ারা (৪৫) , তাঁর ছোট মেয়ে কুলসুমা আক্তার (১৯) ও জামাই ছায়েদ আলী (২২)।
নিহতের স্বজন ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার একই ইউনিয়নের একই গ্রামের প্রতিবেশী মৃত আবু সিদ্দিকের বড় মেয়ে ফাতেমার সঙ্গে দুই বছর আগে ফরিদের বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবনে এক পুত্র সন্তান জন্ম নেয়, তার নাম হাসাইন।
বয়স তার পাঁচ মাস। ফরিদ কুমিল্লায় একটি ইটভাটায় শ্রমিকের সর্দার হিসেবে দায়িত্বে ছিলেন। সেই সুবাদে বাড়ীতে আসা যাওয়া করতো। নবজাতক সন্তান নিয়ে ফরিদের শ্বশুর বাড়ীতে স্ত্রী ফাতেমা থাকতো।
সে সময় ফরিদ তাদের বাড়ীতে থাকা একটি সোলার খুলে তার শ্বশুর বাড়ি (ফাতেমার) থাকার ঘরে লাগিয়ে দেন। এর মধ্যে প্রায় মাস খানেক হবে স্ত্রী ফাতেমা তার পুত্র সন্তান নিয়ে অন্য এক পুরুষদের সাথে বাড়ী পালিয়ে যায়। ফরিদ তার ইটভাটা থেকে গত বৃহস্পতিবার ভোরে কলমাকান্দা উপজেলার নিজ বাড়ীতে আসেন। আজ শুক্রবার সকালে খাবার খেয়ে ফরিদ তার শ্বশুর বাড়িতে যান।
এসময় শ্বাশুড়ি আনোয়ারাকে আপনার বড় মেয়ে ফাতেমা আমার পুত্র সন্তানকে অন্য এক পুরুষদের সাথে বাড়ী পালিয়ে গেছে। এখন আমার দেওয়া সোলার ফেরৎ দেন। এনিয়ে তার শ্বাশুড়ি আনোয়ারা, শ্যালিকা কুলসুমা আক্তার ও তার জামাই ছায়েদ আলীসহ বাড়ীতে থাকা লোকজন বাগ্বিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে বাড়ীতে থাকা সবাই মিলে ফরিদের ওপর চড়াও হন।
পরে খবর পেয়ে ফরিদের স্বজনরা দৌড়ে এসে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ফরিদের মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করি। ঝগড়ার পরে হাসপাতালে গেলে তার মৃত্যু হয়। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ময়নাতদন্তের পর বুঝা যাবে স্ট্রোক নাকি অন্য কিছু তিনজনকেই আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে। শুনেছি তার নিজের দেয়া সোলার নিয়ে আসার সময় ঝগড়া হয়েছে। স্ত্রী যেহেতু সন্তানকে নিয়ে চলে গেছে তাই তার জিনিস নিয়ে আসছিলো। তখন বাধা দেয়ার বাগবিতন্ডা হয়।
আরও পড়ুন : অসম্পন্ন সেতুর নির্মাণ কাজ ফেলে ঠিকাদার উধাও
শেখ শামীম