
জৈন্তাপুরে ৪জন গরু চোর আটক
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গরু চুরির অপরাধে ৪জন চোর আটক।
পুলিশ সূত্রে জানাযায়, গত ২ জুন জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় গ্রামের বদরুল আলমের গরুর খামারের দরজার তালা ভেঙ্গে ৬টি গরু অজ্ঞাতনামা চোরেরা চুরি করে।তাৎক্ষনিক ভাবে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ২ জুলাই সোমবার ভোর সাড়ে ৪টায় হরিপুর বাজারের অভিযান পরিচালনা করে ৪জন পেশাদার গরু চুরকে আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বখরাপুর গ্রামের মৃত আঃ ছাত্তারের ছেলে জাকির হোসেন মিলন (৪০), সিলেট জেলার গোপালগঞ্জ থানার কালিয়া ডহর (চন্দরপুর) গ্রামের মজির উদ্দিনের ছেলে শাহিন মিয়া প্রকাশ শিআলু (৫৩), বিয়ানীবাজার থানার মাথিউরা পূর্বপাড়া গ্রামের সমজ উদ্দিন প্রকাশ মটন মিয়ার ছেলে রাজন আহমেদ (৩০) এবং জৈন্তাপুর উপজেলার কহাইগড় ১মখন্ড গ্রামের মৃত শফিক আহমদ প্রকাশ শপির মিয়ার ছেলে মঞ্জুর মিয়া(৫৩)।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম বলেন, গরু চুরির ঘটনায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে ব্যাপক অনুসন্ধান চারানো হয়। আমাদের অব্যাহত প্রচেষ্টায় ৬টি গরু চুরির ঘটনায় মূল আসামীদের সনাক্ত করে গ্রেফতার করে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গোলাম সরওয়ার বেলাল