কেন্দুয়ায় সেনাবাহিনীর হাতে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক
কেন্দুয়া উপজেলার আওয়ামীলীগ নেতাকর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার (৮ আগস্ট ) রাত ৮.৩০ টার দিকে উপজেলার জুড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ছানার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট ও অগ্নিসংযোগ চালায় বিএনপির নেতাকর্মীরা।
পরে হামলা ভাংচুর ও লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দেশীয় অস্ত্র সহ দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, খবর পেয়ে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোনো মতেই দুবৃত্তদেরকে ছাড় দেওয়া হবে না।