
সিলেটে র্যাবের হাতে পলাতক যুবলীগ নেতা গ্রেফতার
দীর্ঘদিন পলাতক থাকার পর র্যাবের খাঁচায় বন্দি হলেন সিলেট মহানগর যুবলীগের নেতা রেদুয়ান আহমদ বাপ্পী।
নাশকতার অভিযোগে কোতোয়ালী মডেল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সোয়া তিনটার দিকে তাকে গ্রেফতার করে র্যাব-৯।
গ্রেফতারকৃত রেদুয়ান আহমদ বাপ্পী (৪০) সিলেট নগরীর শেখঘাট এলাকার মৃত শহীদ উল্লার ছেলে। তিনি সিলেট সিটি করপোরেশনের আওয়ামী লীগপন্থী ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলীর ছোট ভাই।
গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো.মশিউর রহমান সোহেল জানান, আসামীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
তিনি পলাতক ছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে আজ বিকালে গ্রেফতার করা হয়। পরে তাকে কতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া এই মামলায় অন্যান্য পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে কাজ করছে র্যাব।