
র্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৬টি বিস্ফোরক উদ্ধার
র্যাব-৯, সিলেট ও বিজিবি এর যৌথ অভিযানে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন বড়গুপটিলা হতে ৬টি বিদেশি ডেটোনেটর এবং ৬টি বিস্ফোরক উদ্ধার।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর একটি আভিযানিক দল অদ্য ২২ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১৪.৪০ ঘটিকায় সুনমাগঞ্জ জেলার তাহিরপুর ৪ নং বড়দল উত্তর ইউপিস্থ বড়গুপটিলা এলাকায় অভিযান পরিচালনা করে ০৬ টি বিদেশি ডেটোনেটর ও ৬টি বিস্ফোরক উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন-১৯০৮ এর ৪/৬ ধারায় এজাহার দায়ের পূর্বক জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও, বিস্ফোরকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।